ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সম্মিলিত জাতীয় জোটের সমাবেশ শুরু    

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, অক্টোবর ২০, ২০১৮
সম্মিলিত জাতীয় জোটের সমাবেশ শুরু     সম্মিলিত জাতীয় জোটের সমাবেশে আসছেন নেতাকর্মীরা-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সকাল পৌনে ১১টায় এই সমাবেশ শুরু হয়। 

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী বলালী। সমাবেশের মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দীন বাবলু, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিসহ জোটের শীর্ষ নেতারা।

শুরুতে বক্তব্য রাখেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত জাতীয় জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জিএম কাদের।

এদিকে সমাবেশ উপলক্ষে দেশের ৬৪ জেলা থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা।     

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
টিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।