শনিবার (২০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি কেসিআর উচ্চ বিদ্যালয় মাঠে ও দুপুরের দিকে কাজিপুরের মনসুর আলী সরকারি কলেজে আয়োজিত পৃথক দুটি সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণ জানে, ঐক্য প্রক্রিয়ায় স্বাধীনতা বিরোধীরা ভর করেছে।
রতনকান্দি কেসিআর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন নাসিম পত্নী লায়লা নাসিম, সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জোনের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
এরআগে স্বাস্থ্যমন্ত্রী ৯০ কোটি টাকা ব্যয়ে তার নির্বাচনী এলাকা কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের মোট ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন এবং সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এনটি