সোমবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান বলেন, রেহানা প্রধানের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের শান্তনা দিতে সোমবার দুপুরে তার বাসায় যান বিএনপির মহাসচিব।
বিএনপি মহাসচিব রেহানা প্রধানের মেয়ে জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও ছেলে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের সঙ্গে কথা বলেন। তাদের শান্তনা দেন।
জাগপার প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের স্ত্রী রেহানা প্রধান সোমবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
গত ২০১৭ সালের ২১ মে দলের সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুর পর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তার স্ত্রী অধ্যাপিকা রেহানা প্রধান। পরে গত বছরের ২৮ নভেম্বর তাকে জাগপার সভাপতি করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এমএইচ/ওএইচ/