মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে প্লেনযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্থানীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় ঐক্যফ্রন্টের সিলেট সমাবেশের সমন্বয়ক সুলতান মোহাম্মদ মনসুর, মোহাম্মদ শাহজাহানসহ ফ্রন্টের আরও কয়েকজন নেতা সিলেট পৌঁছান।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই এ সমাবেশ। এটা জনগণের দাবিঅ দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি বুধবারের সমাবেশ থেকে ঘোষণা করা হবে।
বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় নগরের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
এতে সভাপতিত্ব করবেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এছাড়া সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এনইউ/এএ