মঙ্গলবার (২৩ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানের নির্দেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসির নেতৃত্বে পুলিশের একাধিক টিম এসব অভিযানে অংশ নেন।
পুলিশ সুপারের কন্ট্রোল রুম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানায়, গ্রেফতারদের মধ্যে স্পেশাল পাওয়ার অ্যাক্টে পাঁচজন, বোমা ও নাশকতা মামলায় পাঁচজন ও জামায়াতের দু’জন এবং অন্যান্য মামলায় বাকি আসামিদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এসআরএস