বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে সমাবেশ শুরু হচ্ছে ঐক্যফ্রন্টের। এতে অংশ নিচ্ছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা।
নির্বাচনকেন্দ্রিক গড়ে ওঠা এই জোট তাদের সমাবেশে কী বার্তা দেয়, সেদিকে যেমন তাকিয়ে তাদের নেতাকর্মীরা, তেমনি তাকিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলের পর্যবেক্ষকরাও।
সুস্পষ্ট কোনো কর্মসূচি ঘোষণার কথা জানা না গেলেও সিলেটে পৌঁছেই ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই এই সমাবেশ। এটা জনগণের দাবি, জনগণ এসেই সমর্থন দিয়ে যাবেন। দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি বুধবারের সমাবেশ থেকে ঘোষণা করা হবে।
তবে জোটের নেতারা অভিযোগ তুলেছেন, পুলিশের কঠোরতা, ধরপাকড় ও সমাবেশস্থলের আধা কিলোমিটারের মধ্যে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘোষণায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে সর্বত্র।
অবশ্য, ঐক্যফ্রন্টের তরফ থেকে সমাবেশ এলাকায় নিরাপত্তা চেয়ে আবেদন করা হয় সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার বরাবর। সেজন্য সমাবেশস্থল রেজিস্ট্রারি মাঠে পুলিশ মোতায়েন করা হয়।
সমাবেশ সফলে এর আগে দিনভর মাইকে চলেছে প্রচারণা। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে নেতাকর্মীরাও নগরের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এনইউ/এইচএ/