ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আবারো ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
আবারো ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ঢাকা (সাভার): গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে চাঁদা দাবি ও ভাঙচুর অভিযোগ এনে আশুলিয়া থানায় আবারও আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে ওই থানায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে স্থানীয় নাছির উদ্দিন নামে এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেন।

এই মামলার অন্যান্য আসামিরা হলেন- গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও স্থানীয় আওলাদ হোসেন।

গত ১৫, ১৯ ও ২১ অক্টোবর একই অভিযোগ ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মোহাম্মদ আলী, ইমাম হাসান ও সৈয়দ সেলিম হোসেন নামে তিন ব্যক্তি।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাবেদ মাসুদ মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।