ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

কুমিল্লায় হত্যা মামলায় সাবেক এমপি মনিরুল জেল-হাজতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, অক্টোবর ২৪, ২০১৮
কুমিল্লায় হত্যা মামলায় সাবেক এমপি মনিরুল জেল-হাজতে

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে জেল-হাজতে পাঠিয়েছেন আদালত।

মনিরুল হক চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক (বিএনপি পক্ষ) হিসেবে কাজ করছেন।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন মনিরুল হক চৌধুরী।

শুনানি শেষে আদালতের বিচারক কে এম শামছুল আলম জামিন নামঞ্জুর করে তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাদাত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

এছাড়া আদালত এ মামলার অন্যতম আসামী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি জন্য আগামী ১১ নভেম্বর দিন ধায্য করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্টোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। আসামিদের মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।