ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা  সমাবেশস্থল। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: একই স্থানে একই সময় ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠনের ডাকা পৃথক সভা-সমাবেশ নিয়ে উত্তেজনা দেখা দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

শনিবার (২৭ অক্টোবর) সকাল থেকে পুরো রামরাইল ইউনিয়নে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ ধারা বহাল থাকবে।  

পুলিশের আবেদনের প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে শনিবার (২৭ অক্টোবর) সকাল থেকে পুরো রামরাইল ইউনিয়নে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।  

জানা যায়, শনিবার বিকেল তিনটায় রামরাইল ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন খেলার মাঠে (উলচাপাড়া খেলার মাঠ) সুধি সমাবেশের আহ্বান করে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন। এতে প্রধান অতিথি থাকার কথা ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম ও বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব, জনতার মঞ্চের নেতা মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলমের উপস্থিত থাকার কথা।  

সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল সেন্টু সভাপতিত্ব করবেন বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।

এদিকে, একই সময় ওই স্থানে দলের কর্মীসভা ডেকেছে ছাত্রলীগ। সংগঠনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রামরাইল ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে।  

এতে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, বিশেষ অতিথি হিসেবে রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত খান, প্রধান বক্তা হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিশেষ বক্তা হিসেবে সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।  

এতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।