ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী আটক, ১৭ ককটেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী আটক, ১৭ ককটেল জব্দ আটক ব্যক্তিরা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ১৭টি ককটেল, ৩টি রামদা, ৪টি ছুরি ও ৭টি লাঠি জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (২৭ অক্টোবর) ভোর পর্যন্ত গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার করমদী কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের এসব নেতাকর্মীদের আটক করে।

ওসি জানিয়েছেন, বিএনপি জামায়াতের ২ শতাধিক নেতাকর্মী করমদী-কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে সরকারবিরোধী বৈঠক করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২২ জনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। এ ব্যাপারে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে, যার নম্বর ২০। মামলায় ২২ জনকে এজাহার নামীয় গ্রেফতার, ৩৯ জনকে এজাহার নামীয় ও ১৫০ থেকে ১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

তবে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের অভিযোগ, সন্ধ্যারাত থেকেই পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।  

তিনি বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবি জানান।

এদিকে মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।