ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধারাবাহিকতা না রাখলে দেশ পিছিয়ে যাবে: পরিকল্পনা মন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
ধারাবাহিকতা না রাখলে দেশ পিছিয়ে যাবে: পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি

কুমিল্লা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে আওয়ামী লীগ। 

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে নাঙ্গলকোট উপজেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ ও উন্নয়নমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় না রাখলে দেশ আবার পিছিয়ে যাবে।

তাই আগামী নির্বাচনে অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।  

আহম মুস্তফা কামাল বলেন, জনগণের শক্তি নিয়েই আমরা ক্ষমতায় এসেছি। যে উন্নয়নের ছোঁয়া আজকে সকলের জীবনে লেগেছে, নিশ্চয় জনগণ সেটা ধরে রাখবে। আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেবে। পরিকল্পনামন্ত্রী বলেন, পুলিশের বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক ও জঙ্গিবাদ দমন করা। জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। মানুষকে মেরে ইসলাম কায়েম কোনো ধর্ম নয়। পুলিশ ও জনতা একত্রিত হয়ে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পারবে।

জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, জনগণ এগিয়ে এলে সমাজের যে কোনো অপকর্ম দূর করা সম্ভব। কমিউনিটি পুলিশিংকে মূল্যায়ন করতে হবে। কারণ এখানে যারা কাজ করেন, তারা নিঃস্বার্থভাবে কাজ করেন।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, জনগণ তথা কমিউনিটি পুলিশকে
সঙ্গে নিয়ে পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রামগঞ্জের ঝুঁকি পর্যালোচনা এবং প্রতিকারের সব ধরনের ব্যবস্থা করা হবে। শুধু মামলা নিয়ে, তদন্ত করে, চার্জশিট দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, সারা দেশে মাদক নির্মূল কমিটির মাধ্যমে জনগণ তথা কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিহত করা হবে। স্কুল-কলেজ-মাদ্রাসায় গিয়ে ছাত্রছাত্রীদের মাদকসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে সচেতন করতে হবে।  

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর,নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দিন কালু, পৌরসভা মেয়র আব্দুল মালেক, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবু ইউসুফ, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময় : ০০৪০ ঘণ্টা, অক্টোবর ২০১৮
আইএজে/টিএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।