ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করে যাবো: শামসুল হক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করে যাবো: শামসুল হক মতবিনিময় সভা

ঢাকা: ফরিদগঞ্জের উন্নয়নে নিঃস্বার্থ কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া। শনিবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর মালিবাগে চাঁদপুর জেলা সমিতি ভবনে ঢাকাস্থ ফরিদগঞ্জ উপজেলাবাসীদের সাথে মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন। 

উন্নয়নের ধারাবহিকতা রক্ষায় আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট চান।  

মতবিনিময় সভায় ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য শামসুল হক ভূঁইয়া নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে ফরিদগঞ্জের বিভিন্ন চরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, ফরিদগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত এলাকা নিয়ে হাতিরঝিলের আদলে পর্যটন কেন্দ্র স্থাপন, ফরিদগঞ্জে রেলসংযোগ স্বাপন ও ফরিদগঞ্জে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে।

ইতিমধ্যে এসব উন্নয়ন কাজের কয়েকটির বিষয়ে প্রস্তাবও করা হয়েছে।  

....আগামী নির্বাচনেও নৌকার প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে শামসুল হক ভূঁইয়া বলেন, আমরা নৌকার জন্য কাজ করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য কাজ করব। দল মনোনিত প্রার্থীর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

তিনি বলেন, জনগণের মন জয় করতে হলে জনগণের সঙ্গে মিশতে হবে। মানুষের জন্য কাজ করতে হয়। হঠাৎ করে নির্বাচনের সময় এসে প্রার্থী হলেই নির্বাচনে জয়ী হওয়া যায় না, জনগণকে পাশে পাওয়া যায় না।

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে এবং  ৫ নম্বর পূর্ব গুপ্টি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি ফয়েজ আহমেদ জমাদারের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আবু সায়েদ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মিজি, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটোয়ারী প্রমুখ। এসময় ফরিদগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ফরিদগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এমইউএম/টিএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।