ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

ঐক্যজোট খালেদার এজেন্ডা বাস্তবায়ন করছে: জাহিদ মালেক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৬, অক্টোবর ২৮, ২০১৮
ঐক্যজোট খালেদার এজেন্ডা বাস্তবায়ন করছে: জাহিদ মালেক  গণসংবর্ধনা

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী  জাহিদ মালেক স্বপন বলেছেন, যারা ঐক্যজোট করেছে তারা বেগম খালেদা জিয়া  ও তারেক জিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছে।  এরা যেখানে যায়, সেখানে কোনো লোকজন আসে না। 

এদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। মানুষ উন্নয়নে বিশ্বাস করে।

জনগন উন্নয়ন ছেড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, পেট্রোল বোমার দিকে যেতে চায় না। আগামী নির্বাচনে তিনি নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর আহবান জানান তিনি।  

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে গত ১০ বছরে মানিকগঞ্জ- ৩ আসনে ব্যাপক উন্নয়ন করায়  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী  জাহিদ মালেক স্বপনকে গণসংবর্ধনা দেওয়া হয়।

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনার আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী  জাহিদ মালেক স্বপন  তার নির্বাচনী এলাকায় ২৭ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন  ও ভিত্তি প্রস্তর করেন।

মানিকগঞ্জ ও  সাটুরিয়া উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গণসংবর্ধনায় যোগ দেন। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ গণসংবর্ধনার আয়োজন করা হয়।  
জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোটে গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবর্ধনা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।