ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

একশ’টা জোট করুন সমস্যা নাই: নাসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৫, অক্টোবর ২৮, ২০১৮
একশ’টা জোট করুন সমস্যা নাই: নাসিম বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলানিউজ

চুয়াডাঙ্গা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জোট করেছেন ভাল কথা, একশ’টা জোট করুন কোনো সমস্যা নাই, তবে দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন না। তা হলে সরকার কঠোর হাতে তা দমন করবে। 

রোববার (২৮ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গায় নব-নির্মিত ২৫০ শয্যার হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।  

এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জোট করে দেশে বিশৃঙ্খলা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন।

’ 

তিনি আরও বলেন, ‘ আমার লজ্জা হয় এই ভেবে যে-ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ স্নেহভাজন ছিলেন, তার মতো এমন একজন আইনজীবী কিভাবে দেশ বিরোধীদের সঙ্গে হাত মেলাতে পারেন। ’ 


আগামী ১০ দিনের মধ্যে দেশে বর্তমান পরিস্থিতির বড় পরিবর্তন আসবে- ড. কামাল হোসেনের এমন বক্তব্যের জবাবে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন এটি ড. কামাল হোসেনদের দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।  

হাসপাতাল উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন- সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দার ছেলুন এমপি, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।  

হাসপাতাল উদ্বোধনের পর বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউনহল ফুটবল মাঠে ১৪ দলের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।