ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেতা হতে চাইলে পোস্টারে নয়, মানুষের মনে নাম লেখাতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
নেতা হতে চাইলে পোস্টারে নয়, মানুষের মনে নাম লেখাতে হবে গণসংযোগে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে এক আসন থেকে হয়তো মনোনয়ন জমা দিবেন ১০ জন। তাদের মধ্য থেকে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, বাকিরা তার হয়ে কাজ করবেন। কেউ ঘরের মধ্যে ঝামেলা সৃষ্টি করবেন না। আর মনে রাখবেন, পোস্টারে নাম লেখে, ছবি ছাপিয়ে কোনো লাভ নেই। নেতা হতে হলে মানুষের হৃদয়ে নাম লেখাতে হবে।

রোববার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবী এলাকায় হারুন মোল্লা ঈদগাহ ময়দানে আয়োজিত এক গণসংযোগ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন বিএনপির চোখে পড়ে না।

তাদের চশমা দরকার। উন্নয়ন দেখতে হলে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা চশমা লাগাতে পারেন-তাহলেই দেখবেন পদ্মাসেতু দৃশ্যমান, মেট্রোরেল দৃশ্যমান। চশমা লাগালে অন্য কিছু নয়, আপনারা শুধু উন্নয়নই দেখতে পারবেন।

‘এখন সবার হাতে মোবাইল। কৃষক, রিকশাওয়ালা, দিনমজুরসহ সকলের কানে মোবাইল। কে দিয়েছে এই মোবাইল, ইন্টারনেট? এখন আমাদের নিজস্ব স্যাটেলাইট হয়েছে। ডিজিটালভাবে নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। এতে ভূমিকা রাখছেন বঙ্গবন্ধুর নাতি জয়। সেই জয়কে আপনারা (বিএনপি) ভয় পান। ’

বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা মায়ের পেট থেকেই যেনো সন্ত্রাস জন্ম দেন। অথচ আওয়ামী লীগের উন্নয়নে অবদানে আজ সন্তানের বৃত্তির টাকা মায়েরা পাচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এখন সবাই মোবাইল ফোনে পায়। ’

‘প্রতিটি ইউনিয়েন ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে। বছরের প্রথম দিন বিনা পয়সায় পাঠ্যপুস্তক পৌঁছে যায় শিক্ষার্থীদের কাছে। এই ঢাকা শহর বিএনপি আমলে কি ছিলো আর এখন সেখান থেকে কতটা এগিয়ে গেছে, তা দেখতে আপনারা চশমা লাগান। ’

ওবায়দুল কাদের বলেন, এখন ঘরে ঘরে বিদ্যুৎ। আগে মাগরিবের নামাজের সময়, ইফতারের সময়, সেহেরির সময় খালেদা চলে যেতেন! এই খালেদা মানে কি? খালেদা গেলো মানে বিদ্যুৎ চলে গেলো। আর কিছুদিন পর বাংলাদেশের প্রতিটি মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাবে।

‘আপনারা বলেন- আন্দোলনের কথা বলেন গত ১০ বছর ধরে। ঈদের পর আন্দোলন। ঈদ আর আসে না। দেখতে দেখতে ১০ বছর পার হয়ে গেলো। কবে হবে আন্দোলন? ঈদ তো আর আসে না। সবাই দেখেছে, বিএনপির আন্দোলন- ‘ভুয়া.ভুয়া.. ভুয়া...!’

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেনের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন সাহেব, আজ আপনি কথায় গেলেন? খুনি সন্ত্রাসী দলের সঙ্গে হাত মেলালেন! তারেক রহমানের নেতৃত্ব আপনি মেনে নিয়েছেন। এটা- লজ্জা, লজ্জা, লজ্জা। আমরা আপনার সঙ্গে অসম্মানের সহিত কথা বলবো না, তবে আমরা আপনাকে সাবধান করে বলতে চাই, আপনি বহুরূপী শয়তানের সঙ্গে হাত মিলিয়েছেন।

‘কামাল হোসেন সাহেব বঙ্গবন্ধুর সহকর্মী হয়ে তার খুনিদের সঙ্গে যারা হাত মিলিয়েছেন, যারা যুদ্ধপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছেন, যারা স্বীকৃত সন্ত্রাসী, তাদের সঙ্গে হাত মেলানোর ফল আপনাকে একদিন পেতেই হবে। ’

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে এই গণসংযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং আঞ্চলিক পর্যায়ের শীর্ষ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এইচএমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।