বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: বাংলানিউজ
নওগাঁ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মাদককে দেশের মাটি থেকে বিদায় জানাতে সরকার বদ্ধপরিকর। মাদক ব্যবসা না ছাড়লে তার জন্য যে, করুণ পরিণতি হবে এজন্য সরকার দায়ী থাকবে না।
রোববার (২৮ অক্টোবর) বিকেলে পত্নীতলা উপজেলার পাবলিক মাঠে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির শাসন আমলে অনেকেই বিদেশে টাকা পাচার করেছে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের অনেককেই অভিযুক্ত করেছে। সামনে আরো অভিযুক্ত হবে, কারণ সব আলামতই সরকারের কাছে রয়েছে। বিদেশে টাকা পাচারকারীদের কাউকে ছাড় দেবে না সরকার।
জনসভায় জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি ও ছলিম উদ্দিন তরফদার এমপি উপস্থিত ছিলেন।
এর আগে, পত্নীতলা থানার নতুন ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।