ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়: ড. মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়: ড. মোশাররফ খন্দকার মোশাররফ/ফাইল ফটো

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়। এর আগেও সাজানো মামলায় খালেদা জিয়াকে এ ধরনের সাজা দেওয়া হয়েছে। এটাও একই রকম রায়।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পর বাংলানিউজকে এ প্রতিক্রিয়া জানান ড. মোশাররফ।

তিনি বলেন, একই ধরনের মামলা।

একই ধরনের রায়। রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা দেওয়া হয়েছে, সাজাও দেওয়া হচ্ছে। এই রায়ের মাধ্যমে সাজা দিয়ে খালেদা জিয়াকে আগামী একাদশ জাতীয় নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার। সেজন্যই এ ধরনের মিথ্যা ও সাজানো মামলায় রায় দেওয়া হয়েছে।  

সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের।

এদিকে রায়ের পরে যোগাযোগ করা হলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে বলেন, দলের পক্ষ থেকে মহাসচিব প্রতিক্রিয়া জানাবেন। এটা কিছুক্ষণ পরে জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।