ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

খাগড়াছড়িতে জেলা আ'লীগের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, অক্টোবর ২৯, ২০১৮
খাগড়াছড়িতে জেলা আ'লীগের বিক্ষোভ-মিছিল বিক্ষোভ-মিছিল। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ককটেল-পেট্রোল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৯ অক্টোবর) সকালে শহরের নারিকেল বাগানে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ-মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমার নেতৃত্বে বিক্ষোভ-মিছিলটি বের করে নেতাকর্মীরা।
 
এরআগে রোববার (২৮ অক্টোবর) রাতে সোয়া ৯টার দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি ককটেল বিস্ফোরিত হলেও দু’টি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া জেলার মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে। তাৎক্ষণিক পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল-পেট্রোল বোমা উদ্ধার করে বিস্ফোরিত ককটেল-পেট্রোল বোমার আলামত সংগ্রহ করে।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।