সোমবার (২৯ অক্টোবর) দুপুরে যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি গুলশান এক নম্বর থেকে তিতুমীর কলেজ পর্যন্ত গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
সোমবার (২৯ অক্টোবর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ এ মামলার অন্য তিন আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। একই সঙ্গে তাদের ১০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। জরিমানা আনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী ৫ নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে বন্দি অবস্থায় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএইচ/এএইচ/