ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

বুধবার সংলাপে বসছে অা’লীগ-ঐক্যফ্রন্ট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, অক্টোবর ৩০, ২০১৮
বুধবার সংলাপে বসছে অা’লীগ-ঐক্যফ্রন্ট!

ঢাকা: অবশেষে বহুল প্রতিক্ষিত সংলাপে বসতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট।

এ লক্ষ্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুকে সোমবার (২৯ অক্টোবর) রাতে টেলিফোন করেছেন অাওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মোস্তফা মহসীন মন্টু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রাত ৮টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন দিয়েছিলেন।

বলেছেন, কালকের মধ্যে সংলাপে কারা উপস্থিত থাকবেন তাদের নামের তালিকা দিতে।  

তবে প্রতিনিধি দলে কারা থাকছেন, সেই ব্যাপারে মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মোস্তফা মহসীন মন্টু।  

বৈঠকের পর অাগামীকালই (মঙ্গলবার) প্রতিনিধি দলের নামের তালিকা গণভবনে পাঠানো হবে বলে সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
টিএম/এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।