ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, অক্টোবর ৩০, ২০১৮
পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৪ গ্রেফতার নাশকতা মামলার ৪ আসামি। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জামায়াতের নায়েবে আমিরসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মহেশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পলাশবাড়ী উপজেলার নান্দিশহর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জামায়াতের নায়েবে আমির আব্দুল মজিদ আকন্দ (৫৫), উপজেলার মহেশপুর গ্রামের আব্বাস মিয়ার ছেলে শাহ আলম (৫৫), একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে সেকেন্দার মণ্ডল এবং মৃত আবু তালেব মণ্ডলের ছেলে জহুরুল ইসলাম (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা একাধিক নাশকতা মামলার আসামি।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।