ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

সংলাপের প্রতিনিধি দল চূড়ান্ত করতে বৈঠকে ঐক্যফ্রন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, অক্টোবর ৩০, ২০১৮
সংলাপের প্রতিনিধি দল চূড়ান্ত করতে বৈঠকে ঐক্যফ্রন্ট -

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে প্রতিনিধি দল চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

মঙ্গলবার (৩০ অক্টোবর)  বিকেল সোয়া ৪টায় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক শুরু হয়েছে।  

বৈঠকে উপস্থিত রয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

উল্লেখ্য, সংকট সমাধানে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টায় আগামী ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র পৌঁছে দেন দলের দফতর সম্পাদক আব্দুল সোবহান গোলাপ। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে সংলাপে কারা থাকছেন সেই বিষয়টি চূড়ান্ত করে মঙ্গলবারই গণবভনে পৌঁছে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
টিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।