ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

নেতাকর্মীকে আটকের প্রতিবাদে সিলেট বিএনপির নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১২, অক্টোবর ৩১, ২০১৮
নেতাকর্মীকে আটকের প্রতিবাদে সিলেট বিএনপির নিন্দা বিক্ষোভ মিছিল

সিলেট: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ আট নেতাকর্মীকে আটকের প্রতিবাদে নিন্দা জানিয়েছে জেলা ও মহানগর বিএনপি। এছাড়াও একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, একদিকে ঐক্যফ্রন্টের নেতাদের সংলাপের দাওয়াত, অন্যদিকে খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে ও নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার প্রমাণ করেছে তারা ঐক্যফ্রন্টকে নিয়ে ভীত-সন্ত্রস্ত।

এতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সনকে দেওয়া রায়ের প্রতিবাদে যখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা ও মহানগর বিএনপি শান্তিপূর্ণভাবে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল তখন সরকারের পেটোয়া পুলিশ বাহিনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু, জেলার  সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, হাটখোলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলীসহ ৮ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটক ৮ নেতাকর্মীসহ সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

এদিকে, আট নেতাকর্মীকে আটকের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এদিন বিকেলে নগরীর বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এনইউ/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।