ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

২ নভেম্বর বিকল্পধারাকে সংলাপে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৬, অক্টোবর ৩১, ২০১৮
২ নভেম্বর বিকল্পধারাকে সংলাপে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর বি. চৌধুরীর কাছে আনুষ্ঠানিক চিঠি পৌঁছে দিয়েছেন আ'লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। ছবি: বাংলানিউজ

ঢাকা: সংলাপের জন্য আগামী ২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বিকল্পধারাকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপের আমন্ত্রণ জানিয়ে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর কাছে আনুষ্ঠানিক চিঠি পৌঁছে দেয়া হয়।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল আওয়ামী লীগ সভাপতির চিঠি নিয়ে বি চৌধুরীর বাসায় যান।

অসীম কুমার উকিল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।