ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যানসহ ১৩ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যানসহ ১৩ জন গ্রেফতার

মেহেরপুর: নাশকতার মামলায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর থানা বিএনপি সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজনসহ বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং গাংনী ও সদর থানা পুলিশ সদর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

ডিবি পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে শহরের মুন্সি জমির উদ্দীন মার্কেটে বিজনের ল’ চেম্বার থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়।

এদিকে, রাতে গাংনী উপজেলা থেকে পলাতক সাত আসামিকে এবং বিজনসহ মেহেরপুর সদর থানা পুলিশের দায়ের করা নাশকতা মামলার ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।