সংলাপে ১৪ দলের পক্ষে আরো যারা থাকবেন- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইন, মাঈনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট আনিসুল হক, ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহাবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুল মতিন খসরু, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাম, ড. হাছান মাহমুদ ও অধ্যাপক শ. ম. রেজাউল করিম।
এই ২১ নেতার মধ্যে আওয়ামী লীগের ১৭ জন, জাসদের দুইজন, সাম্যবাদী দলের একজন এবং ওয়াকার্স পার্টির একজন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (৩১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে সংলাপের তারিখ ১ নভেম্বর বলে জানানো হয়। এরপর ওইদিন সন্ধ্যায় বৈঠকে বসে সংলাপের জন্য ১৬ সদস্যের প্রতিনিধি দল চূড়ান্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসকে/জেডএস