ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাতে কাদের সিদ্দিকীর বাসায় যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
রাতে কাদের সিদ্দিকীর বাসায় যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা ড. কামাল হোসেন ও কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাসায় দাওয়াতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ জোটের নেতারা।

বুধবার (৩১ অক্টোবর) রাতে কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় তাদের যাওয়ার কথা রয়েছে।

কাদের সিদ্দিকী বাংলানিউজকে বলেন, ড. কামাল হোসেনকে বাসায় আমন্ত্রণ করেছিলাম।

তিনি আজ রাতে আমার দাওয়াত গ্রহণ করেছেন। রাতে আসবেন।

এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম মহাসচিব ইকবাল সিদ্দিকী বাংলানিউজকে বলেন, ড. কামাল হোসেন ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নাসহ আরও কয়েকজন আসার কথা রয়েছে।  

‘এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (৩০ অক্টোবর) কাদের সিদ্দিকীর বাসায় তার সঙ্গে বৈঠক করেছেন। বুধবারে বিএনপির কোনো নেতা আসবেন কি-না তা বলতে পারছি না। ’

এদিকে হঠাৎ কাদের সিদ্দিকীর বাসায় ড. কামাল হোসেনের দাওয়াত নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোনো কিছু বলতে চাননি।  
তবে রাজনৈতিক মহলে শোরগোল চলছে, কাদের সিদ্দিকীও জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন।  

এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী জানান, ৩ নভেম্বর তার রাজনৈতিক অবস্থান সর্ম্পকে পরিষ্কার করবেন।

এর আগে গত ২৫ অক্টোবর রাতে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান কাদের সিদ্দিকী। ওইদিনই কামাল হোসেনকে দাওয়াত দিয়ে যান তিনি।  

ওইদন কামাল হোসেনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এমএইচ/টিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।