ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

উল্লাপাড়ায় ৭ ককটেলসহ জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, নভেম্বর ১, ২০১৮
উল্লাপাড়ায় ৭ ককটেলসহ জামায়াত নেতা গ্রেফতার মোতালেব হোসেন। ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা দুর্গানগর ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোতালেব হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাতটি ককটেল।

বুধবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার জংলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার
করা হয়। মোতালেব হোসেন উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামের
আব্দুস সামাদের ছেলে।

 

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বাংলানিউজকে
জানান, মোতালেব হোসেনের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে জংলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে সাতটি ককটেলসহ গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।