ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

মেহেরপুরে কাউন্সিলর ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, নভেম্বর ১, ২০১৮
মেহেরপুরে কাউন্সিলর ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুর পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা ডলার এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল আলমকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে মেহেরপুর শহরের হাসিনা মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়।  

সোহেল রানা ডলার মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকার সামসুল মীরের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল আলমের বাড়ি সদর উপজেলার পিরোজপুর গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, সোহেল রানা ডলার ও সামসুল আলমকে সাম্প্রতিক সময়ে সদর উপজেলার আলমপুরে নাশকতার প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের দু’জনকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।