ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০১, নভেম্বর ২, ২০১৮
বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বক্তব্য রাখছেন নসরুল হামিদ বিপু। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা অন্যের কাঁধে ভর করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে প্রত্যাশা পূরণ হবে না। আন্দোলন করার মতো কোনো ক্ষমতা তাদের নেই।

শুক্রবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকায় অধ্যাপক আব্দুল হামিদ কমিউনিটি সেন্টার ও গোকুলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং শুভাঢ্যা ও তেঘরিয়া ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অধ্যাপক আব্দুল হামিদ কমিউনিটি সেন্টার একটি আধুনিক কমিউনিটি সেন্টার।

এ কমিউনিটি সেন্টারে রয়েছে ডিজিটাল লাইব্রেরি।  

এসময় তিনি বলেন, কেরানীগঞ্জের মাঠগুলো উদ্ধার করা হবে এবং সেখানে কৃত্রিম ঘাস ও ফ্লাডলাইট স্থাপন করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, আওয়ামী লীগ নেতা মো. রনি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।