ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

মুজিবনগর উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, নভেম্বর ৩, ২০১৮
মুজিবনগর উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মুজিবনগর থানা পুলিশ।

শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। জারজিস হুসাইন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত সফর উদ্দীনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতা মামলার আসামি জামায়াত নেতা জারজিস হুসাইকে (৫৫) সন্ধ্যায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত জারজিস হুসাইনকে মুজিবনগর থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।