ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪০ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪০ নেতাকর্মীর নামে মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি-জামায়াতের ১৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (৩ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারী সুজন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  

মামলায় সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম মওলাসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াত-শিবিরের নেতাকর্মীর নাম রয়েছে।

এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০/৪০ জনকে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালত কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রাম আদালত সহকারী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।