ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

নড়াইলে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীসহ গ্রেফতার ৩২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, নভেম্বর ৪, ২০১৮
নড়াইলে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীসহ গ্রেফতার ৩২ নড়াইল পুলিশ সুপার কার্যালয়

নড়াইল: নড়াইলে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের নয় নেতাকর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

রোববার (৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নড়াইল সদর থানা থেকে ১০ জন, লোহাগড়া ১২ জন, কালিয়া ছয়জন এবং নড়াগাতি থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে লোহাগড়া থানায় চারজন বিএনপি ও একজন জামায়াতের নেতাকর্মী এবং নড়াইল সদর থানায় চারজন বিএনপি নেতাকর্মী রয়েছে।  

এছাড়া দুইজন মাদকবিক্রেতা ও তিনজন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ