ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

সংলাপ আর আন্দোলন একসঙ্গে চলে না: কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, নভেম্বর ৪, ২০১৮
সংলাপ আর আন্দোলন একসঙ্গে চলে না: কাদের

ঢাকা: সংলাপ আর আন্দোলন একসঙ্গে চলে না, সংলাপ হলে আন্দোলন কেন- ঐক্যফ্রন্ট নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৪ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও বলেন, সংলাপের মাধ্যমে বরফ গলতে শুরু করেছে। একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়।


 
ঐক্যফ্রন্টের সঙ্গে আবারও ছোট পরিসরে বসাই যায়। সংলাপ হবে, সংলাপে দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে বলে জানান ওবায়দুল কাদের।
 
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ