ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ঐক্যফ্রন্ট বিষয়ে দুপুরে কাদের সিদ্দিকীর সংবাদ সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, নভেম্বর ৫, ২০১৮
ঐক্যফ্রন্ট বিষয়ে দুপুরে কাদের সিদ্দিকীর সংবাদ সম্মেলন বঙ্গবীর কাদের সিদ্দিকী

ঢাকা: কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিতসভা শেষে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে দলের অবস্থান জানাবেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

সোমবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিলে দলের কার্যালয়ে বর্ধিতসভা শুরু হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করবেন কাদের সিদ্দিকী।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী সোমবার সকাল সাড়ে ৯টায় বাংলানিউজকে বলেন, কিছুক্ষণ পরেই দলের বর্ধিতসভা শুরু হবে। সভা শেষে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তার দলের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। এ সংবাদ সম্মেলন থেকেই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন।

গত ৩ নভেম্বর সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনাসভার আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।  

সেদিন সভাপতির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি। সোমবার আমি আমার অবস্থান পরিষ্কার করবো। ওই দিন রাতেই বিএনপির কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন।

ধারণা করা হচ্ছে দুপুরের সংবাদ সম্মেলন থেকে কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ঘোষণা দিতে পারেন।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ