ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আপ-বিট মুডে সরকার, ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
আপ-বিট মুডে সরকার, ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয় ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ঢাকা: জাতীয় নির্বাচনের আগে বিরোধী জোট গঠন হলেও সরকার খুব আপ-বিট মুডে আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সোমবার (৫ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ঐক্যফ্রন্ট নিজেরাই ঐক্যবদ্ধ নয়।  

**সংলাপের ফলাফল প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানাবেন

বিরোধী জোটে একজন নেতা বলেছেন, আন্দোলন-মুভমেন্ট না থাকলেও সংলাপের আয়োজন করেছে সরকার প্রধান।

‘এখনও কিছু করিনি, তাতেই যে সরকারের অবস্থা’- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের কী অবস্থা? সরকার খুব আপ-বিট মুডে আছে। তারা হতাশ হয়ে পড়েছেন, একেকজন একেক কথা বলছেন। সংলাপ করে গিয়েও তো একেকজন একেক কথা বলছেন। মনে পড়ে না! কেউ বলছেন ফলপ্রসূ হয়নি, দলনেতা বলেছেন, ভালো আলোচনা হয়েছে। তাদের নিজেদের মধ্যেই তো কোনো মিল নেই। তারা নিজেরাই তো ঐক্যবদ্ধ নয়, যদিও নাম হচ্ছে ঐক্যফ্রন্ট। একেকজন একেক সুরে কথা বলছেন।

ওবায়দুল কাদের বলেন, এখনও হুমকি-ধামকি আছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই চাপ দিয়ে কোনো কিছু আদায় করা যাবে না। আলাপ-আলোচনা করে সংবিধান ঠিক রেখে যুক্তিসঙ্গত কিছু প্রস্তাব যদি আসে আমাদের গ্রহণ করতে দ্বিধা নেই।

সেতুমন্ত্রী বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা অপজিশনের চাপের মুখে, আন্দোলনের মুখে অথবা প্রতিবাদমুখর কোনো ঝড়ের মুখে ডায়লগের আমন্ত্রণ জানিয়েছি- একথা মোটেও ঠিক না। এটা একেবারেই গণতান্ত্রিক উদারতা। এখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ, আমাদের গণতন্ত্র, পাবলিক পারসেপশনকে আমরা উপেক্ষা করতে পারি না।
 
প্রধানমন্ত্রী গতকাল পরিষ্কার করে বলেছেন, আমার দেশের জনগণের পারসেপশনকে উপেক্ষা করতে পারি না। জনগণ হয়তো বিষয়টা নিয়ে টেনশনে আছে, কী হবে ,কী হবে- এরকম একটা অবস্থা। সে অবস্থায় আমার জনগণের মনে যাতে শঙ্কা তৈরি না হয়, কোনো সংশয় যাতে না জমে সে কারণে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সরকারপ্রধান ডায়লগের উদ্যোগ গ্রহণ করেছেন, ড. কামাল হোসেনের প্রস্তাব নিয়ে। এরপর আমি অন্যদের জন্য দরজা খুলে দিয়েছি-যোগ করেন কাদের।
 
আগামী ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন যে দিনে সিডিউল ঘোষণা করবেন, নির্বাচন যথাসময়ে হবে ইনশাল্লাহ। আমরাও নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধেও প্রস্তুত।  
 
খালদা জিয়ার প্যারোলে মুক্তি বিষয়ে একদিন আগের বক্তব্য নিয়ে কাদের বলেন, বিএনপি কি খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চেয়েছেন, তাহলে কেন প্রশ্ন করছেন। প্যারোলে মুক্তি হলো কারো নিকটাত্মীয় মারা গেলে কয়েক ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া বা দেশে চিকিৎসা হচ্ছে না উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া-তখন প্যারোলে মুক্তির প্রশ্ন আসে। সে ধরনের দাবি বিএনপি করেনি, আপনারা গায়ে পড়ে কেন প্যারোলে মুক্তি দেওয়ার কথা বলেন।
 
এরশাদ জেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, খালেদা জিয়া পারবেন কিনা- প্রশ্নে কাদের বলেন, এটা প্রধান বিচারপতির বিষয়। সাজার পর তিনি যদি বলেন নির্বাচন করার সুযোগ আছে সেটা ভিন্ন ব্যাপার। বিচার বিভাগই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
 
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।