সোমবার (৫ নভেম্বর) রাতে মতিঝিলে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে জোটের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ফখরুল বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী তার দল নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় সভায় তাকে ধন্যবাদ জানানো হয়েছে এবং তাকে ঐক্যফ্রন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঐক্যফ্রন্টের মুখপাত্র আরও বলেন, ৭ নভেম্বর সরকারের পক্ষ থেকে যে সংলাপের জন্য আহ্বান জানানো হয়েছে, সেই সংলাপে অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, মঙ্গলবার আবার বৈঠক হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
ফখরুল জানান, ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ঐক্যফ্রন্টে সক্রিয় ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর আদালতে হাজির করার পুলিশ হেফাজতে থাকাবস্থায় তার ওপর হামলার নিন্দা ও দায়ীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাকে আইনানুগভাবে মুক্তি দেওয়ার আহবানও জানানো হয়েছে। সভায় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সদস্য ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর মুক্তির দাবিও জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টে সক্রিয় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যপ্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমএইচ/আরআইএস/এইচএ/