ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

জনসভার উল্টোপাশে ছাত্রলীগের জমায়েত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, নভেম্বর ৬, ২০১৮
জনসভার উল্টোপাশে ছাত্রলীগের জমায়েত টিএসসিতে ছাত্রলীগের জমায়েত/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একদিকে যখন জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জমায়েত হতে দেখা যায় ছাত্রলীগের নেতা-কর্মীদের।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে টিএসসির সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জীব চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. রেজওয়ান রহমান জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা টিএসসিতে অবস্থান করেন।

এসময় তারা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে টিএসসি এলাকা।  

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাংলানিউজকে বলেন, এটি ছাত্রলীগের কোনো জমায়েত নয়। সংগঠনের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।