ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

সংলাপের বিষয়বস্তু ঠিক করতে বৈঠকে ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০১, নভেম্বর ৭, ২০১৮
সংলাপের বিষয়বস্তু ঠিক করতে বৈঠকে ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্যের নেতারা/ছবি: বাংলানিউজ ফাইল ফটো

ঢাকা: গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার (৭ নভেম্বর) দ্বিতীয় দফা সংলাপের বিষয়বস্তু ঠিক করতে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। 

মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ওই বৈঠকে আছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা। বৈঠকে যোগ দিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী তার মতামত জানিয়ে চলে গেছেন।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির অন্য সদস্যরাও উপস্থিত আছেন। তবে বিএনপি নেতারা এ বৈঠকের আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন বলে জানা যায়। এজন্য স্টিয়ারিং কমিটির বৈঠকে তারা দেরিতে যোগ দেন।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ