এসময় তার সঙ্গে ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পাবনা জেলা বিএনপি নেতা মো. সালাহ উদ্দিন প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে তাইফুল ইসলাম টিপু বাংলানিউজকে বলেন, মহাসচিবের একটি চিঠিসহ গায়েবি মামলার তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা আংশিক তালিকা পৌঁছে দিয়েছে। এ তালিকায় ১০৪৬টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ২/১ দিনের মধ্যে আরও তালিকা দেওয়া হবে।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তালিকা দেওয়ার পর এর একটি কপি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমএইচ/এমএ