ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

সংলাপ শেষ না করে তফসিল নয়: বাম গণতান্ত্রিক জোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, নভেম্বর ৭, ২০১৮
সংলাপ শেষ না করে তফসিল নয়: বাম গণতান্ত্রিক জোট বাম গণতান্ত্রিক জোট

ঢাকা: প্রধানমন্ত্রীর সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (০৭ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ নিয়ে আবেদন জানিয়েছেন জোটের সমন্বয়ক সাইফুল হক।

চিঠির কপি নিয়ে ইসিতে আসেন সিপিবির আব্দুল্লাহ হেল কাফি, বাসদের খালেকুজ্জামান লিপন।



চিঠিতে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত সংকট নিরসনে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চলমান সংলাপ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সংলাপ শেষ হওয়ার আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা পুরো প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। সে কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সমাপ্তি না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করার বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ