ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ তন্ময়ের মনোনয়ন বৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
শেখ তন্ময়ের মনোনয়ন বৈধ শেখ সারহান তন্ময়

বাগেরহাট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে শেখ সারহান তন্ময়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইকালে কোনো ত্রুটি না থাকায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এসময় শেখ তন্ময় উপস্থিত ছিলেন না।

তবে তার পক্ষে একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, ২৯ জন প্রার্থীর মধ্যে ঋণখেলাপি, মনোনয়নপত্র পূরণে ত্রুটি ও সম্পদের হিসাব বিবরণীতে স্বাক্ষর না থাকায় ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে বলেও জানান তিনি।

মনোনয়ন বাছাই চলছে।  ছবি: বাংলানিউজতিনি আরও জানান, কোনো কোনো আসনের বিপরীতে একটি দল থেকে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ৯ ডিসেম্বরের মধ্যে যদি কেউ তার মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে দুইজনেরই প্রার্থীতা বাতিল হবে।

বাংলাদেশ  সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।