ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

হাওলাদারকে সরিয়ে জাপার নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, ডিসেম্বর ৩, ২০১৮
হাওলাদারকে সরিয়ে জাপার নতুন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা  মশিউর রহমান রাঙ্গা/ফাইল ফটো

ঢাকা: রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে।

সোমবার (৩ ডিসেম্বর) সকালে রাঙ্গা নিজেই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মহাসচিব পরিবর্তনের কোনো কারণ নেই।

পার্টির শৃঙ্খলা ফেরানোর জন্য চেয়ারম্যান এ সিদ্ধান্ত নিয়েছেন। রুহুল আমিন হাওলাদার প্রেসিডিয়াম সদস্য ছিলেন, থাকবেন।

জাতীয় পার্টির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।  

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসএম/এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।