সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা ২০১৮’ শীর্ষক এসব দাবি হস্তান্তর করেন তারা।
১৮ সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্বে দেন আন্দোলনকারীদের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।
এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন তরুণদের এ উদ্যোগকে স্বাগত জানান।
এর আগে দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে এসব দাবি তুলে দেন প্রতিনিধি দলের সদস্যরা।
ফারুক হাসান বলেন, তারুণ্যের ইশতেহার আমরা সব রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করবো। এটা বিশেষ কোনো রাজনৈতিক দলের কাছে নয়। তরুণদের মতামত নিয়ে আমরা এ ইশতেহার তৈরি করেছি।
‘আশা করি, এ ইশতেহারকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে তারুণ্যের মতামতকে প্রাধান্য দিয়ে ইশতেহার তৈরি করবে। ,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
টিএম/আরবি/