ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে হাওলাদার-দুলু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে হাওলাদার-দুলু রুহুল আমিন হাওলাদার ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু

ঢাকা: জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব, হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন।

রোববার (৯ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব রিট দায়ের করেন এই দুই নেতা।

সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ এ দু’টি রিট আবেদনের পক্ষে শুনানি করতে পারেন।

গত ২ ডিসেম্বর ঋণ সোশ্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় ঋণ খেলাপির দায়ে পটুয়াখালী-১ আসন থেকে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপলি করলে শুক্রবার (৭ ডিসেম্বর) শুনানিতে তার আবেদন নামঞ্জুর করে দেয় ইসি।

দু’টি ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার অভিযোগে বিএনপি প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি নাটোর-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।