ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপির প্রচারণায় হামলার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, ডিসেম্বর ১৩, ২০১৮
খাগড়াছড়িতে বিএনপির প্রচারণায় হামলার অভিযোগ খাগড়াছড়িতে বিএনপির প্রচারণায় হামলার অভিযোগ-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রচারণার সময় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

হামলায় গাড়ির কাঁচ, প্রচারণায় ব্যবহৃত মাইক ভাংচুর করা হয়। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে জেলা বিএনপি।


 
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে।
 
খাগড়াছড়ি জেলা যুবদলের সধারণ সম্পাদক ইব্রাহিম খলিল অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের প্রার্থীর প্রচারণার গাড়িবহরে হামলা করে।  

এতে সাতজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
 
তবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নির্মলেন্দু চৌধুরী হামলায় নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।  

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।