ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘যুদ্ধাপরাধের প্রশ্নে ঐক্যফ্রন্টের মুখোশ খুলে গেছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
‘যুদ্ধাপরাধের প্রশ্নে ঐক্যফ্রন্টের মুখোশ খুলে গেছে’ বিএসএমএমইউ-তে মতবিনিময় সভা

ঢাকা: যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে গত দুইদিনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে দুই সুর প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার কথা বলা হলেও বিএনপি তাদের ইশতেহারে সে ব্যাপারে নিশ্চুপ।

যেখানে ২৫ জন জামাতের প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন, সেখানে বিএনপির ইশতেহারে যুদ্ধাপরাধীদের নিয়ে কিছু থাকবে না সেটাই সাভাবিক। তাদের দুই ইশতেহারের এই বৈপরীত্যই ঐক্যফ্রণ্টের আসল মুখোশ খুলে দিয়েছে। এবারের নির্বাচনে দেশের মানুষ তাদের এই প্রতারণাকেই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে।

রাশেদ খান মেনন আরো বলেন, তাদের ইশতেহারে তরুণ সমাজের ভোটের আশায় সরকারি চাকরিতে কোনো বয়সই থাকবে না বলে উল্লেখ করে পক্ষান্তরে তারা তরুণ সমাজকেই বঞ্চিত করেছে। কিন্তু দেশের যুবসমাজ তাদের এই প্রতারণার কৌশল খুব দ্রুতই বুঝতে পেরেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক, চর্ম ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক কামরূল হাসান জাকি, বঙ্গবন্ধু মেডিকেল নার্সেস সুপারিন্টেন্ডেন্ট সান্ত্বনা রানী হালদার, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. আব্দুল হামিদ, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতিন, সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।