ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বোনের জন্য নৌকায় ভোট চাইলেন সোহেল তাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
বোনের জন্য নৌকায় ভোট চাইলেন সোহেল তাজ বোনের জন্য নৌকার প্রচারণায় সোহেল তাজ। ছবি: বাংলানিউজ

গাজীপুর: এবার তিনি নির্বাচনে অংশ নেননি। তবে বোন সিমিন হোসেন রিমির জন্য নৌকায় ভোট চাইলেন শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমদ সোহেল তাজ। 

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন তিনি। তার বড় বোন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে এ গণসংযোগ করেন তিনি।

 

বোনের জন্য নৌকায় ভোট চাইলেন সোহেল তাজ।  ছবি: বাংলানিউজএ সময় তিনি আসন্ন নির্বাচনে বোন সিমিকে বিজয়ী করতে কাপাসিয়াবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চান।  

এ সময় কাপাসিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, উপজেলা সাধারণ সম্পাদক ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।