বিএনপির ভাঙ্গা হাট এখন আর জমছে না বলে তারা অবান্তর অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে, মন্তব্য ওবায়দুল কাদেরের।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের চরফকিরা ইউনিয়নের ভূমিহীন বাজারে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, বিএনপি আছে কূটনীতিক ও সাংবাদিকের সঙ্গে বসা নিয়ে। মাঠে তারা আজ নেই। আমার এলাকায় বিএনপির ডাক সাইটের নেতা মওদুদ আহমদ কোথাও প্রচারণা করছেন না, শুধু ঘরে বসে বসে মিডিয়ার কাছে ভিত্তিহীন অভিযোগ করছেন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে তিনি বলেন, বাঙালিরে কলা দেখাইছে, মূলা দেখাইছে, হাইকোর্ট দেখাইছে, এছাড়া কিছু দেখায়নি। ২২ বছর ক্ষমতায় থেকে তিনি কোনো কাজ করেননি। তিনি ভোট এলে বসন্তের কোকিলের মতো আসেন। মওদুদের সব অভিযোগ ভিত্তিহীন।
এ এলাকায় রাস্তাঘাট-বিদ্যুৎ সব আওয়ামী লীগ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের স্থানীয় ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে এ এলাকার প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেবো। এক্ষেত্রে অগ্রাধিকার পাবে ভূমিহীন, গরিব ও অস্বচ্ছল পরিবার।
এসময় মন্ত্রীর সঙ্গে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসআই