বরিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবমৈত্রী নেতা মো. জহুরুল ইসলাম।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জহুরুল ইসলাম নিজেই।
তিনি জানান, ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে গত ১৮ ডিসেম্বর আলোচনায় বসা হয়।
মূলত সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ দলীয় জোটের মূলমন্ত্র অসাম্প্রদায়িক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যে জায়গায় ছিলাম তা বাস্তবায়নের লক্ষ্যেই প্রার্থিতা থেকে সরে দাঁড়ানো। ২০ ডিসেম্বর ওয়ার্কার্স পার্টির কর্মীসভার মধ্য দিয়ে আমরা মহাজোটের প্রার্থীকে সমর্থন দিয়েছি।
তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা জোটের পক্ষে মাঠে থাকবো এবং কাজ করবো। পাশাপাশি ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা নৌকা মার্কায় ভোট দেবেন এবং তারা আওয়ামী লীগের সঙ্গে কাজ করবেন বলে আশা করছি।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এমএস/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।